।। ১ ।।
।
লেনিনের সামনে। যথা। জারতন্ত্র প্যাগান হয়ে যায়
অবনত ফুলগুলো আমার কথা ভাবছে
ওরা ছিল না। থাকতে। পারে না
প্রিয় গাছ পেরিয়ে কোনো মৃত্যুসংবাদ
বিশ্বাস করব কি
।
অনুবাদ। অস্তে
রৌদ্রকে
দিবসের ইতর ঘা মেরে গেল
।
যে রাস্তায় শোক ১ অন্ধকার ব্যাজ
স্নেহ ১ অবলোকন। মাত্র
খাঁড়া হাতে বৈষ্ণবআহার
।
সেঁটে দিচ্ছে
জীবন আর জীবনীর
বিবিধ বাহার
সেরে যাবে
মূল ভাষার দ্রুততা। ও
ঘা অরিজিনাল
।
হাঁটা। দাঁড়ানো। বা
খোলা
নানা দিকে সূর্য ডোবে
যে কোনো দিক
যে কোনো দিকে
স্বীকার করছে
পাখি বাকি
নেই
।
সেই।
সন্ধ্যা
বাচ্চা মেয়ে
কুয়াশায়
আলোছায়ায়
।
আমি
ওকে
চোখ টিপছে
ঈশ ঈশ
নুনছাল এর চেয়ে নষ্ট স্পষ্ট করব কি
।
।। ২ ।।
।
১ গাছের কাঁধের। উপর। আর ১ গাছের বিস্ময়
কে কোথায় কেড়ে নিচ্ছে
বায়োস্কোপের চতুর সম্রাট
।
সাদাকালো।
পড়ে। যাবে
ছিঁড়ে ফেলছে। এমন অবুঝ সবুজ
বৃষ্টি। তুমি
তুমিই যদি
বর্ষার অন্য ফল
ফের তাহলে লং শট্
বাঁধ চাইছে কেন
।
অ্যাত খোলা এক্সপ্রেশন দিচ্ছ
দর্শক চেয়ার থেকে
ডি. ও. পি. তেড়ে আসবে
নদীমাখা প্যান্ট নামিয়ে রেখে
।
অ্যাতগুলো মদ্দার অ্যাতরকম গাঁড়
লিঙ্গের শাবল থেকে উপচে আসা মেঘ
ক্রিয়েটিভিটি
অ্যাতরকম মানুষের মদ
তুমি
একা একা নিতে পারবে না
।
ডিপ ফোকাস। নাও
এই দূর থেকে তোমার
বোঁটা। কিংবা। খাঁজ
গাঢ় তুমি তোমার ঐ সুনীল আয়নায়
।
আমি আর বুঝতে পারছি
না
।
(চিত্রঋণ : এডভার্ড
মুংখ)
No comments:
Post a Comment