জুলাই ২০২২-এ লিখিত একগুচ্ছ পুনরাধুনিক কবিতা

 


 

বিস্মিত পেয়ালার                   ঋণ রয়ে গ্যাছে

 

কাচ দিয়ে তৈরি যে                   প্রাচীন অবয়ব

ধাতু দিয়ে তৈরি যে                   প্রাচীন অবয়ব

 

ক্ষয়ে গ্যাছে            রয়ে গ্যাছে             শিশুর খেলনা

 

চমকিত পেয়ালার ঋণ               রয়ে গ্যাছে

 

মনোরমা নারী যা আত্মরতি কর

 

জটিল চুমুক থেকে                   কে বাঁচাবে তাকে

মলিন চুমুক থেকে                   কে বাঁচাবে তোকে

 

পিরামিড          ভেঙে দিয়ে            স্ফিংক্স চলে গ্যাছে

রয়ে গ্যাছে পাথরের                  ছেঁড়া হীন অবয়ব

 

 

 

হাতে তুলি                  তুমি ভাবো সার্কাসের কথা

নখে রং                  তুমি ভাবো ভোজবাজির কথা

 

সকাল সহাস্য হল          স্বাদহীন রোদে               তুমি ব্যর্থ পর্নস্টার

 

অভ্যাসের কাপপ্লেট             অভ্যাসের              যোনি

শোকের সন্তাপ থেকে নারীটির হাতে গেল পৃথিবীর ভাগ

 

জনমানব পেরিয়েও রাখালিয়া বাঁশি তুমি কেন পেরোলে না

 

তোমার কফিন টিফিন               প্রিয়              ছুঁড়ে ফেলে দেবো

 

 


 

ধূসর               সবুজ              জল

বনের মধ্যে তুই         নদী           তুই হাসি

 

দাবানলের কথা না ভেবে অরণ্যের কথা কি

তুই ভাবতে পারিস না

 

প্রভুপত্নী              প্রভুপত্নীর

স্নানঘর হোক

 

চামড়া             ভেজাবি তুই

এতই আগ্রহ

 

সিংহ যদি ক্লান্ত হয় ষণ্ড নিয়ে আসি

 

 

 

সাদা মেঘ               আজকের আকাশ

গতকালের আকাশকে খারিজ করে দিচ্ছে

আগামীকালের আকাশকে কমপ্লিমেন্ট দিচ্ছে

 

তুমি               তোমার বুক দেখাচ্ছ না

 

সূর্যাস্ত             স্মৃতিকথার            ১টা সাদা পাতা

লাবণ্যের ত্বকজুড়ে কালোর ফণা নাচছে

 

দিনপঞ্জি           সাদা মেঘ          আকাশের

অবাকঘর থেকে

 

তুমি               তোমার সুখ             কত দূর

 

 

 

 

দুধের              দীর্ঘ গেলাসগুলো শেষ করোনি বলে           তুমি আজও

                        শীর্ণ রয়ে গেলে

 

জল খাও          আরো বেশি জল খাও

বিড়ালছানার মতো         ওই        জলের ধারে যাও

 

সিংহদরজা        সুযোগ             তোমার বিকার

ওই দ্যাখো                         সৎ সেলিব্রিটি

 

খাদ্য নিয়ে কবিতা লিখছ            পানীয় নিয়ে কবিতা লিখছ

খ্যাতিকে তুমি এতদিনে             করছ অস্বীকার

চিন্তামগ্ন                 ভাবনামগ্ন                    ধ্যানমগ্ন

 

ওগো সুদূর ধ্বক্ধ্বক্তুমি আমার কবিতার অসহ্য লিকার

 

 

 

উন্মাদ             ঘোড়াটার চোখ ঢেকে দাও

উন্মাদ ঘোড়াটার            চোখ ঢেকে দাও

 

বাতাসহীন দুপরে তোমার অন্যমনস্ক প্রণাম

সমতল হয়ে আছে

 

পুরোহিত শুধু ভাবে          সওয়ারির কথা

পুরোহিত ঘোড়াটার           কথা তো ভাবে না

 

ঘোড়ার উৎস                থেকে ঘোড়া খুঁজে আনো

তারপর সে ঘোড়ার               ঢেকে দাও চোখ

 

উন্মাদ             জীবন্ত             যম

   ২ পায়ের ফাঁকে

 

বোধ করো         পুজো করো        পালিয়ে থেকো না

 

 

 

                                        (চিত্রঋণ- ভিনসেন্ট ভ্যান গঘ)

 

5 comments:

  1. নতুন কৌশল,ভাবনাও বড় প্রাণবন্ত

    ReplyDelete
  2. অসাধারণ সব কবিতা। ভাবনার নানা ডাইমেনশন অবাক করে বারবার। মুগ্ধ ও আপ্লুত। কবিতার মায়াজাল ও গভীরতা এবারও চমকে দিল ।

    ReplyDelete
  3. কবিতার এই বেশ বদল বেশ দাগ কাটবার মতো

    ReplyDelete
  4. অনিকেশJuly 30, 2022 at 2:23 AM

    নানান চিত্রকল্পে অভিনব সব নির্মাণ। কত কত ছবির ক্রিসক্রস চোখের সামনে ওঠে পড়ে । অনন্য অনন্য

    ReplyDelete
  5. কেটে দেয়া পংক্তি সংযুক্ত রাখার অর্থ পাঠককে একটা অপশন দেয়া, ভাবনার। প্রয়োগ যথাযথ। এ ছাড়া ভাবনা ও প্রকাশ চিরায়ত কবিতার আঙ্গিকেই কেবল প্রকাশের কাঠামো নির্মাণে অহেতুক জায়গা খরচিত হয়েছে। ভালো একগুচ্ছ লেখা পড়ানোর জন্য ধন্যবাদ। লেখা চলুক, শুভেচ্ছা রইলো। প্রণব চক্র।

    ReplyDelete