বুনো অসভ্য কবিতা
বৃষ্টিধোয়া শালের আলোয় শালীরা করে খেলা
আঁশগন্ধ মুছে ফেলে আসছে সকালবেলা
এই দু লাইন
নিরপরাধ ছন্দ
দুর্বল অন্ত্যমিল
আর সে দিনের উঁকি মারা
যে দিন এলে মাধব দাসের নেত্য নিখুঁত হয়
ফাইনআর্টের গ্যালারিতে ভিড় জমে যায়
আর
বনবাংলোর অ্যাস চেটে দ্যায়
বনবাংলোর হাওয়া
অ্যাস্ট্রোলজি
১ চেয়ার দুঃখ নিয়ে বসে ছিল লোকটা
রোদ এল
মুছে গেল
ওকে তোমার সানসাইন না বললেও চলবে
শূন্যতার দুঃখ নিয়ে
বসে আছে চেয়ার
ওকে তুলে নিচ্ছ
বেহায়া জ্যোতিষী তুমি
আমার বুকে চৌপায়া ভাগ্য বয়ে আনছ
ভালবাসার পরিমাপ
৭ মানুষ গভীর জল
৭ হৃদয় গভীর ভালবাসা
এসব কিন্তু ১ জিনিস নয়
১ জিনিস নয়
মরুকবিতা
আমি মরুভূমিতে তোমার ভ্রু তুলছি
মুখোশ পড়া গ্রীষ্মকাল ফেনা তুলছে কুয়াশার
সেক্সি উট সেক্সি উট
তুমি নাকি ফুলদোকান জলের মধ্যে খুলবে
গরম হাওয়ায় হারিয়ে ফেলছ পলক
গরম হাওয়া প্রখর ১ পাপড়ির ভিশন
ভূতুড়ে বালির চূড়ায় স্কার্ট খুলে উঠে যেতে
প্ররোচিত হও
নদীর পাশে মিল
নদীর আর জীবনের মিল
নদীর পাশে মিল
১ বিরাট
রাইস মিল
চিত্রঋণ-
রামকিঙ্কর বেইজ
মরুকবিতাটা একটা ব্যতিক্রম। ঠিক বনের গভীরে মধু। খোঁজ নেই, হুট করে কোনো মৌমাছি ঢুকে পড়েছে।
ReplyDeleteকী বলব তার কোনো ভাষা নেই। মুগ্ধ আমি।
ReplyDeleteমরুকবিতা আর অ্যাস্ট্রোলজি দুটি অসাধারণ কবিতা।
ReplyDeleteপ্রত্যেকটিতেই সিগনেচার করা আছে।
'মরুকবিতা', 'ভালবাসার পরিমাপ' ও 'অ্যাস্ট্রোলজি' কবিতা তিনটি নৈঃশব্দ্যের ট্র্যাজিক আঁধার । বাংলা সাহিত্যে পুনরাধুনিক কেন 'একলা পথের পথিক' তা স্পষ্ট হয় কবিতার চরিত্রে । অন্যান্য কবিতার ধারাবাহিকতা থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করেছে অন্য পথে । '৭ মানুষ গভীর জল'-- কথাটিকে ব্যাখ্যা করার ভাষা নেই, আছে উপলব্ধি করার অনুভূতি । এককথায় কবিতাগুলো 'অসম্ভবের নির্মাণ' ।
ReplyDeleteমুগ্ধতা। অ্যাস্ট্রোলজি আর মরুকবিতা প্রিয় হয়ে থাকল। আশ্চর্য এইসব লেখা!
ReplyDeleteধন্যবাদ অভিষেক
Deleteবুনো অসভ্য কবিতা এরকম অসভ্যই হওয়া উচিত। বিরাট স্যাটায়ার, আর চরম থাপ্পড় আছে। ছন্দ, অন্তমিল ছাড়িয়ে এখানে কথা বলছে তার। ভালবাসার পরিমাপ টা বলে বোঝানো যাবে না। ওটাক ও অনুভব করা ছাড়া গতি নেই।
ReplyDeleteCasinos in North Dakota - OK Casino Guru
ReplyDeleteCasinos Near Me · Golden Nugget · Wildhorse Resort · Hollywood Casino & Racetrack 이빨빠지는꿈 · The LINQ Hotel 먹튀검증 먹튀프렌즈 and Casino 러시안 룰렛 가사 · The LINQ 먹튀사이트조회 Hotel & Casino · Lakeside 스 크릴